জরুরী নোটিশ-২০২৩ খ্রি. এতদ্বারা জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার ২০২৪ খ্রি. সনের দাখিল পরীক্ষার্থী ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাহারা দাখিল নির্বাচনী পরীক্ষা-২০২৪ খ্রি. অংশ গ্রহণ করে কৃতকার্য হয়েছে তাহাদের কে আগামী ০৫/১১/২০২৩ খ্রি. তারিখের মধ্যে তিন মাসের বেতন জনাব আমির হোসেন বাহার এর নিকট পরিশোধ পূর্বক নিম্নলিখিতহারে ফরমপিলাপ ফি জনাব আবদুল করিম পাশা এর নিকট প্রদান পূর্বক ফরম পিলাপ কার্যক্রম সম্পন্নের নির্দেশ প্রদান করা হইল। [সাধারণ বিভাগ -২৩০০/-, বিজ্ঞান বিভাগ ২৫০০/-] আদেশক্রমে অধ্যক্ষ আবদুল্যাহ আল মাহমুদ জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসা মুছাপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
Back To Notices