Notice Details

  • College Order
  • November 2022, 07

ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষ্যে মাদরাসা বন্ধের নোটিশ।

এতদ্বারা জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যয়নরত ইবতেদায়ী ৪র্থ শ্রেণি থেকে ফাযিল শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ফাতেহা ই-এয়াজদাহম উপলক্ষে আগামী 07/11/2022 ইং তারিখ রোজ সোমবার মাদরাসা বন্ধ থাকবে এবং আগামী ০৮-১১-২০২২ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার মাদরাসা খোলা থাকবে। উক্ত খোলার তারিখে সকল শিক্ষার্থী, শিক্ষক মহোদয়গণ এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে স্ব স্ব দায়িত্ব পালন করার জন্য নির্দেশ করা হলো।

Back To Notices